০২ মার্চ, ২০২০ ১১:০০
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারে সাত শতাধিক গোল করা রোনালদো কেবল রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেছেন ৪৫০টি। রিয়াল ছাড়লেও ক্লাবটির প্রতি ভালোবাসা ছাড়েননি সিআরসেভেন। তাই রিয়াল-বার্সার এল ক্লাসিকোতে উপস্থিত হয়েছিলেন তিনি, প্রিয় দলের গোলের পর উচ্ছ্বাসও প্রকাশ করেন গ্যালারিতে।
সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকোতে আশানুরূপ ফল আসেনি রিয়ালের। সেই জয় খরা এবার কাটল। মাঠে না থাকা রোনালদোর মত কাজটা করেছেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র, আর শেষটা করেন মারিয়ানো দিয়াজ। ভিনির গোলে গ্যালারিতে বসা রোনালদোও তাই আনন্দ উদযাপন করেন; আর ভিনিসিয়াস জুনিয়র গোলটা উদযাপন করেন মাঠের কোণে দৌড়ে গিয়ে রোনালদো স্টাইলে লাফ দিয়েই।
লা লিগায় এই জয়ে বার্সেলোনাকে টপকে লিগের শীর্ষে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।
রিয়াল মাদ্রিদ সাত ম্যাচ পরে এল ক্লাসিকোয় পেল জয়। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার মাঠে আধিপত্য বজায় রেখেও শেষ ড্র পর্যন্ত ড্র নিয়ে ফিরতে হয়েছিল জিনদিনে জিদানের দল। তবে এবার নিজেদের মাঠে বার্সেলোনাকে হারিয়ে ভিনিসিয়াস গড়েছেন দারুণ এক রেকর্ড। ২১ শতকের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে এল ক্লাসিকোয় গোল করেছেন তিনি। ভেঙেছেন মেসির রেকর্ড। ভিনি ১৯ বছর ২৩৩ দিনে ক্লাসিকো ম্যাচে জালে বল পাঠালেন। মেসি ২০০৭ সালে ১৯ বছর ২৫৯ দিনে গড়েছিলেন এই কীর্তি।
আপনার মন্তব্য