সিলেটটুডে ডেস্ক

০৯ মার্চ, ২০২০ ১৯:১২

‘ভুলে’ বাদ সৌম্য!

কেন্দ্রীয় চুক্তিতে ১৬ জনকে রেখে রোববার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বড় চমক ছিল সৌম্য সরকারের নাম না থাকা। তিন সংস্করণের ক্রিকেটে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার হয়েও কেন্দ্রীয় চুক্তিতে নাম ছিল না এ বাঁহাতি ব্যাটসম্যানের। গত বছর তিন সংস্করণে বাংলাদেশের খেলা ৩০টি ম্যাচের ২৫টিতেই ছিলেন সৌম্য। টেস্ট ও ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তবুও তাঁর চুক্তিতে না থাকাটা ব্যাপক প্রশ্নের জন্ম দেয়।

সোমবার একটা অদ্ভুত ব্যাপার জানা গেল। সৌম্যর নামটি নাকি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছে ‘ভুল করে’। ভুল সংশোধন করে দ্রুতই তাঁর নাম তালিকায় যোগ করা হবে। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, ‘তালিকা ছোট করার সময়ই ওর নাম বাদ পড়ে গেছে। সৌম্য থাকছে সাদা বলের চুক্তিতে। ২৪ জনের মধ্য থেকে আমরা কাটছাঁট করেছি। ওই সময়ে একটু ভুল হয়ে গেছে।’

প্রাথমিকভাবে কেন্দ্রীয় চুক্তির জন্য ২৪ জনের তালিকা জমা দিয়েছিল নির্বাচকেরা। কিন্তু সংখ্যাটা কমে আসে ১৬-তে।

আপনার মন্তব্য

আলোচিত