১৮ জুন, ২০২০ ১৮:৪৯
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সাবান, গ্লাবস ও হেন্ড সেনিটাইজার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৪ ঘটিকায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ সব সামগ্রী বিতরণ করা হয়।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের কাছ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ এসব সামগ্রী গ্রহণ করেন।
বিজ্ঞাপন
কমলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের মানুষদের বিতরণের জন্য প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সমানভাবে ২০০ টি করে সাবান, ১০০ পিস করে হেন্ড গ্লাবস ও ১০ বোতল করে হেন্ড সেনিটাইজার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, আফজল মিয়া, মো. রমুজ মিয়া, মো. রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মুহিত, মো. আনোয়ার হোসেন, রাসেল মতলিব তরফদার, মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা, সাংবাদিক সজীব দেবরায়, অমিত ধর, অর্জুন দেবনাথ নিধু প্রমুখ।
আপনার মন্তব্য