সিলেটটুডে ডেস্ক

১৪ জুলাই, ২০২০ ০১:২৬

৪৮ ঘন্টার মধ্যে করোনার ফলাফলের দাবিতে ওসমানীর পরিচালকের কাছে আবেদন

প্রবাসী অধ্যূষিত সিলেট অঞ্চলের প্রবাসীদের প্রবাস গমনের পূর্বে মানবিক কারনে জরুরীভিত্তিতে কারোনা ভাইরাস টেস্ট ফলাফলে সার্টিফিকেট পেতে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বরাবরে আবেদন করেছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

১৩ জুলাই সোমবার ওসমানী পরিচালক বরাবর এই আবেদনপত্র দাখিল করেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দ।

আবেদনপত্রে তারা জানান, বিশ্বব্যাপী আজ করোনা ভাইরাসের কারণে আজ বিপর্যস্থ। এ কারণে বিভিন্ন দেশ হতে বাংলাদেশের নাগরিকরা দেশে ফেরত এসেছেন। পরবর্তীতে করোনা ভাইরাসের কারনে বিভিন্ন দেশে সাথে ফ্লাইট বন্ধ হওয়ায় প্রবাসীরা কর্মস্থলে যেতে পারেননি। এখন সবাই আবার কর্মস্থলে ফেরত যেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আইনানুগভাবে বিদেশ গমনের ফ্লাইটের ৪ পূর্বে করোনা সার্টিফিকেট দেখাতে হবে। আর ৪ দিনের পূর্বে এই সার্টিফিকেট দেখাতে ব্যর্থ হলে পেসেঞ্জারকে বিদেশ যেতে দিচ্ছে না এবং ঐ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হচ্ছে। যার কারনে বাংলাদেশ কালোতালিকাভুক্ত হতে পারে। তাই স্বদেশ ফেরত প্রবাসীদের প্রবাস গমনের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্ট ফলাফলের সার্টিফিকেট ১/২ দিনের মধ্যে দেওয়ার আহ্বান জানান মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, এসএমসিসিআই এর ১ম সহ সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল, এসএমসিসিআই এর সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, প্রাক্তন ১ম সহ সভাপতি আব্দুল জব্বার জলিল, সহ সভাপতি হুরায়রা ইফতার হোসেন, সদস্য আব্দুল কাদির, সহকারি অধ্যাপক আবুল কাশেম, সচিব মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত