সিলেটটুডে ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৫ ১২:৩৭

রতনের বিরুদ্ধে অভিযোগ, ইনুকে অনুরোধ : ধর্মপাশায় আ. লীগের সংবাদ সম্মেলন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের কর্মীসভায় যোগ না দিতে অনুরোধ জানিয়েছে উপজেলা আওয়ামীগের একাংশ।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ অনুরোধ জানান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি- সাধারণ সম্পাদকসহ কয়েকজন শীর্ষ নেতা।

শনিবার ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ কর্মীসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপস্থিত থাকার কথা। হাওর উৎসবে যোগ দিতে আজ (শুক্রবার) সুনামগঞ্জ যাচ্ছেন তথ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের বৃহত্তম অংশকে না জানিয়ে বিএনপি-জামায়াত ও দলের একটি ক্ষুদ্রতম অংশকে নিয়ে এই কর্মীসভার আয়োজন করেছেন।

এমপি রতনের বিরুদ্ধে আওয়ামী লীগে গ্রুপিং কোন্দল সৃষ্টি করার অভিযোগ এনে সংবাদ সম্মেলনকারী নেতারা বলেন, রতন আওয়ামী লীগের পরিবর্তে ব্যক্তিলীগ প্রতিষ্ঠা করতে চান।

সংবাদ সম্মেলনে বক্তারা, এই কর্মীসভায় যোগ না দিতে তথ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস। এসময় উপস্হিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবীর, সহ সভাপতি ফখরূল ইসলাম চৌ:,সহ-সভাপতি এড,আ: হাই তালুকদার,সহ-সভাপতি ফজলুর রহমান ফুল মিয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য আজিজুল হক পি,কে,যুগ্ন সাধারন সম্পাদক মোকাররম হোসেন, সাংগঠনিক সম্প্দাক মুজিবুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ হোসেন,সহ দপ্তর সম্পাদক আলমগীর কবীর, যুবলীগের আহ্বায়ক জোবায়ে পাশা হিমু, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য সুলতান উদ্দিন তালুকদার, মনু মিয়া, তৈমুর আহমেদ,আবু তালেব, খান বাহাদুর, শরীফ আহমেদ জুয়েল, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক আলী ইউনুস,যুবলীগের যুগ্ন আহ্বায়ক এসএম ওয়াসিম, যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত