
১৬ অক্টোবর, ২০১৫ ২১:২৮
দুই বিদেশি হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকান্ডের পিছনে জঙ্গিবাদী, আগুন সন্ত্রাসী, যুদ্ধাপরাধী এবং খালেদা জিয়ার নাশকতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিদেশিদের পরিকল্পিত হত্যাকান্ডে যাদের সম্পৃক্ততা রয়েছে তাদের কোন মাফ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল ইনু।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত দু’দিনব্যাপী হাওর উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরো বলেন, দেশের সমৃদ্ধি ও অগ্রগতি ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে। দুর্নীতিবাজ ও দখলবাজদের প্রতিরোধ করতে পারলে দেশের উন্নয়র আরো ত্বরান্বিত হবে বলে তিনি মন্তব্য করেন।
হাওর উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
হাওর পারের ধামাইল সংগঠনের সভাপতি সজল কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, নেত্রকোণা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাস প্রমুখ।
হাওর উৎসবে উপস্থিত কৃষকরা হাওরাঞ্চলের নানান কৃষিপণ্য, লোকবাদ্য যন্ত্র প্রদর্শন করেন। আগত শিল্পীরা হাওরাঞ্চলের লোকগান পরিবেশন করেন। শনিবার ধামাইল, লোকনৃত্য, কিচ্ছা, পুথিপাঠ, যাত্রাপালা, লাঠিখেলাসহ হাওরাঞ্চলের সংস্কৃতির বিভিন্ন পর্ব পরিবেশিত হবে।
শনিবার রাতে সমাপ্তি টানা হবে ২দিন ব্যাপী জাতীয় হাওর উৎসবের।
আপনার মন্তব্য