হবিগঞ্জ সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০১৫ ১১:২৭

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় এক জনের মৃত্যু

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় রফিক মিয়া (৩৫) নামে এক পাওয়ার টিলার (ট্রাক্টর) চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আলাউদ্দিন (২৬) নামে এক শ্রমিক।
 
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক মিয়া নছরতপুর গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে।

আহত আলাউদ্দিনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী একটি ট্রাক মহাসড়কের নুরপুরে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক রফিক মারা যান। এসময় আহত হন ট্রাক্টরে থাকা আলাউদ্দিন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত