সিলেটটুডে ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৪৫

হাইটেক পার্কে বিনিয়োগে আগ্রহীদের নিয়ে মতবিনিময় সভা ২৬ সেপ্টেম্বর

বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক-সিলেট এর কার্যক্রম সম্পর্কিত সর্বশেষ তথ্যাবলি ও বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে ডিজিটাল স্টার্টআপদের নিয়ে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে স্বাস্থ্যবিধি মোতাবেক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় চেম্বার কনফারেন্স হলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু হাই-টেক পার্ক, সিলেট এর প্রকল্প পরিচালক (উপ-সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

মতবিনিময় সভায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সিলেট চেম্বারে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগক্রমে: ০৮২১-৭১৪৪০৩, ৭১৬০৬৯, ০১৭৯৪-৪৯৯৬৮৪, ০১৬০৯-৯১৯৪৪১।

আপনার মন্তব্য

আলোচিত