বিশ্বনাথ প্রতিনিধি

২১ অক্টোবর, ২০২০ ১৬:৩৬

বিশ্বনাথে ইমামের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে গ্রামবাসীর সভা

সিলেটের বিশ্বনাথের টেংরা বাঘমারা গ্রামের বাসিন্দা ও ওই গ্রামের জামে মসজিদের ইমাম ও মরহুম জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আকবর আলীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন গ্রামবাসী।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় গ্রামের খেয়াঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভাও করেন তারা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ১৩০টি পরিবারের প্রায় ৭ হাজার মানুষের আস্থাভাজন ইমামের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করে যাচ্ছে একই গ্রামের আবুল মিয়ার মেয়ে হামিদা বেগম (১৬)। গত ৩ সেপ্টেম্বর যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অচিরেই এ মামলাটি তুলে না আনা হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

বাঘমারা জামে মসজিদের মোতাওয়াল্লী নেছার আলীর সভাপতিত্বে ও সংগঠক জাকির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন টেংরা আলী পাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মো. রেদওয়ান খান, টেংরা বাঘামারা গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব তরিক উল্লাহ, সমাজসেবক মুক্তার আলী, আহমদ আলী, সংগঠক রজব আলী ও মরহুম জবান উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ আব্দুল কাদির।

সভায় গ্রামের মুরব্বি আলকাছ মিয়া, তৈমুছ আলী, আনোয়ার আলী, গেদা মিয়া, বাবুল মিয়া, নুরুল ইসলাম, আহমদ আলী, মাহমদ আলী, আলী হোসেন, রুপা মিয়া, রজব আলী, সিরাজ মিয়া, সোনাফর আলী, তাহির আলী, কাওসার মিয়া, তরুণ সংগঠক ফুল মিয়া, নুরুল ইসলাম, রমজান মিয়া, আনসার আলী, আব্দুর রহিম, আহমদ আলী, ফরিদ মিয়া, জুবের মিয়া, হাফিজ সাইফুদ্দিন, হাফিজ মাহফুজুর রহমান, সুমন মিয়া, হাফিজ আল আমিন, হাফিজ এমাদ আহমদ, সাইদুল ইসলাম, আমিন মিয়াসহ গ্রামের সর্বস্তরের জনতা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত