সুনামগঞ্জ প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০১৫ ১৮:৪৫

জামালগঞ্জে নাছির চৌধুরীর উপর হামলা, বিএনপির দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

জামালগঞ্জ উপজেলা শহর ও পাশ্ববর্তী সাচনা বাজারে স্থানীয় বিএনপি একই সময়ে একই স্থানে পাল্টাপাল্টি কাউন্সিলের ডাক দেওয়ায় প্রশাসন মঙ্গলবার সকাল সন্ধ্যা ১৪৪ ধারা জারি করে। তবে ১৪৪ ধারার বাইরে গিয়ে উভয় পক্ষই পৃথক কাউন্সিল সম্পন্ন করেছে।

এদিকে জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী নৌপথে স্প্রিডবোর্ডে উপজেলা আহ্বায়ক নূরুল হক আফিন্দির নেতৃত্বাধীন গ্রুপের কাউন্সিলে স্থানীয় দুর্লভপুরে এলাকায় অংশ নিতে গেলে বিদ্রোহীরা নোয়াগাও বাজার সংলগ্ন সুজাতপুর গ্রামের সুরমা নদীতে বেশ কয়েকটি নৌকা নিয়ে তাদের বাধা দেয় ও স্প্রিডবোর্ডে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মঙ্গলবার ১৪৪ ধারার বাইরে গিয়ে উভয় পক্ষই পৃথক কাউন্সিল সম্পন্ন করেছে। উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল হক আফিন্দিকে আহবায়ক করে স্থানীয় দুর্লভপুর বাজারে জেলা আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাউন্সিল সম্পন্ন করেছেন।

অন্যদিকে ফজলুল হক আছপিয়ার নেতৃত্বাধীন বিদ্রোহী গ্রুপের আজিজুর রহমান কে আহবায়ক করে নোয়াগাও বাজারে কাউন্সিল সম্পন্ন করেছেন। এখানে আছপিয়া গ্রুপের জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জামালগঞ্জ বিএনপির এই পাল্টাপাল্টি কর্মসূচিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আপনার মন্তব্য

আলোচিত