গোয়াইনঘাট প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০১৫ ২১:০২

জাফলংয়ে ‘ষ্টোন ক্রাশিং জোন’ স্থাপনের দাবি পাথর ব্যবসায়ীদের

সিলেটের জাফলংয়ে সরকারের প্রস্তাবিত ষ্টোন ক্রাশিংজোন গড়ে তোলার দাবি জানিয়েছেন পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। যদিও পরিবেশবাদীরা সরকারের এই প্রস্তাবে আপত্তি জানিয়ে আসছেন।

মঙ্গলবার বিকাল ৫টায় জাফলংয়ের কয়েক শতাধিক পাথর ব্যবসায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাউদ্দিনের সাথে মত বিনিময় সভা করেন।  এ সময় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিষয়টি সমাধানে জাফলং এলাকায় সরকারের প্রস্তাবিত ষ্টোন ক্রাশিংজোন গড়ে তুলে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।


মতবিনিময় সভায় ব্যবসায়ী-শ্রমিকরা যে কোন মুল্যে জাফলংয়ে সরকারের প্রস্তাবিত ষ্টোন ক্রাশিং জোন গড়ে তোলার বিষয়টির উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। ব্যবসায়ী শ্রমিকরা জানান কতিপয় ব্যবসায়ী নামধারীদের অশুভ ষড়যন্ত্রের মাধ্যমে জাফলংয়ের পাথর ব্যবসাকে অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা হলে সর্বস্তরের উপজেলা বাসিকে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ শাহ আলম স্বপন, ৩নং পুর্ব জাফলং ইউপি চেয়ারম্যান হামিদুল হক ভুইয়া বাবুল, সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, পুর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকাদ্দস মিয়া, পুর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মবশ্বির আলী মুবই,পুর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম শাহপরান, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগ সভাপতি সামসুল আলম, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মোতালেব খান, সহ-সভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখি সমবায় সমিতির সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাফলং ট্রাক মালিক সমিতির সভাপতি খসরুজ্জামান পচু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি উস্তার মিয়া, সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, আওয়ামীলীগনেতা আতাউর রহমান আতাই, পাথর ব্যবসায়ী মহর আলী মেম্বার, আব্দুর রহিম খান, জাকির হোসেন, আব্দুস শুক্কুর, সাজু মিয়া, আলাল মিয়া, আব্দুস সাত্তার, জাহিদ খান প্রমুখ।


আপনার মন্তব্য

আলোচিত