নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২০ ০০:৫৪

মৌলভীবাজারে ৯ জুয়াড়ি আটক

মৌলভীবাজারে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে সদর এলাকার আড়াইহাল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ১১ হাজার ৩৭১ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন তারা হলেন মিজান মিয়া (৪০), মো. রাসেল মিয়া (৩৫), শফিক মিয়া (৪০), খালেদ মিয়া (২৩), জাহাঙ্গীর মিয়া (৩৫), মতিন মিয়া (৫৫), আব্দুল গনি (৬০), মো. মাছেদ (৪৮), হুমায়ুন আহমদ জসিম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি দল আড়াইহাল গ্রামের আব্দুল হালিমের বসতঘরে অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় জুয়ার সামগ্রী, নগদ টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক সোমবার (১৬ নভেম্বর) বলেন, ‘তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। এ মামলায় আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।’

আপনার মন্তব্য

আলোচিত