বড়লেখা প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২০ ২০:২৮

বড়লেখায় বিভিন্ন দাবিতে মাঠ প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় মাঠ প্রশাসনে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীদের ১৫ দিনব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি অব্যাহত রয়েছে।

সচিবালয়ের ন্যায় পদ-পদবী পরিবর্তন, পদোন্নতি ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে জেলার বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীগণ এই কর্মসূচি পালন করছেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীগণ ৪র্থ দিনের কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক তপন শর্মা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অনিন্দ্য দাস ও এনামুল হক প্রমুখ।

অপরদিকে বড়লেখা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪র্থ দিনের কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রতাপ চন্দ্র দাস ও অর্চনা রাণী দত্ত। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।

আপনার মন্তব্য

আলোচিত