তাহিরপুর সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০১৫ ১৩:৪৩

সুনামগঞ্জে ভারতীয় বিড়ি ও কয়লাসহ ৭টি নৌকা আটক

সুনামগঞ্জ জেলার দুই উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নাসির বিড়ি ও কয়লাসহ ৭টি নৌকা আটক করা হয়েছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বুধবার ভোররাতে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তের ১২০৯ পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে পাচারের সময় প্রায় ২১ হাজার টাকা মূল্যের ৮শত ৩৫ প্যাকেট নাসির বিড়ি আটক করা হয়।

অন্যদিকে তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের ১২০৩ পিলার সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে চোরাচালানী আজাদ, সাজ্জাদ,নুরু মিয়া,ফরিদ মিয়া,নবীকুল ও আব্দুল গফ্ফারের নেতৃত্বে কয়লা পাচারের সময় ৬টন ভারতীয় চোরাই কয়লাসহ ৭টি বারকী নৌকা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালের মূল্য ২ লক্ষ টাকা। কিন্তু কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে সুনামগঞ্জ ৮  ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্ত চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত