ছাতক প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২০ ১৮:৫৩

ছাতকে স্মাইল চ্যারিটি ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সুনামগঞ্জের ছাতকে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের সংগঠন স্মাইল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

রোববার (২২নভেম্বর) শহরের স্কুল ওয়াই কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের আহবায়ক মাহমুদ হাসান আলেক'র সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সমন্বয়ক আরাফাত রহমান লিমন'র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, ছাতক পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, স্কুল ওয়াই কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রণধীর আচার্য। বক্তব্য দেন ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হুসেন খান, অজয় কৃষ্ণ পাল, সুমি রানী চৌহান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মাইল চ্যারিটি ফাউন্ডেশনের নাফিস মুবাররাত আহমেদ আরাফ, মারজান আহমদ, আতিকুল হক শাকিব, আহমেদ সাব্বির, শিমুল দাস, গৌতম দাস দীপ্ত, বিষ্ণু ঘোষ, রুমেন রায়হান, রাজদীপ আচার্য সৃজন, জয়দীপ রয় প্রতীক, ওহি আম্বিয়া, গিলমান নাবিল, ফাহারিয়া জান্নাত ইভা, তাসনিম নিহা, মালাহিম আলম ফাহিম, প্রমা শাহরিন, বৃষ্টি প্রমুখ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রায় ৭০০ প্রতিযোগীর মধ্যে ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্ত দাশ, ২য় স্থান অধিকারী ছাতক ডিগ্রি কলেজের শিক্ষার্থী তামান্না চৌধুরী, ৩য় স্থান অধিকারী তাসনিয়া তাবাসসুম ইতি, ৪র্থ স্থান অধিকারী অনিয়া চৌধুরী, ৫ম স্থান অধিকারী ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের মোআইন উদ্দিনকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

এছাড়া পুরস্কার প্রদান করা হয়েছে ছাতক সরকারি কলেজের শিক্ষার্থী জুনেদুর রহমান, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আখী রানী ধর, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান নাহিদ, ছাতক সরকারি কলেজের শিক্ষার্থী সুমি আক্তার, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিন্স তালুকদার, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সামসূন নূর আমিন, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ আবির, কাওছার আহমদ সুমায়েল, সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ফাহারিয়া জান্নাত ইভা, ছাতক সরকারি কলেজের শিক্ষার্থী রাকিব উদ্দিন, ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাশরাফি বিন রাফি, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুইটি বেগম, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অজয় রায়, বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরাধ্যা দাস পৃথুলা ও ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারহাতুল আলম রিয়ানকে।

আপনার মন্তব্য

আলোচিত