গোলাপগঞ্জ প্রতিনিধি

১১ মার্চ, ২০২১ ১৪:৩২

গোলাপগঞ্জের বাঘায় প্রথম ধাপে স্মার্টকার্ড বিতরণ শুরু

সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে প্রথম ধাপে স্মার্টকার্ড বিতরণ শুরু করেছে উপজেলা নির্বাচন কমিশন। প্রথম ধাপে বাঘা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে (নলুয়া, কান্দিগ্রাম, গঞ্জগ্রাম, তুরুকভাগ ও খালপার) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে স্মার্টকার্ড বিতরণের কার্যক্রম শুরু করা হয়।

এদিকে স্মার্টকার্ড প্রাপ্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।  বিশেষ তরুণ ভোটারদের মধ্যে এ বিষয় লক্ষ করা যায়।

স্মার্টকার্ড পেয়ে তরুণ ভোটার সৈয়দ রাসেল আহমদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে।  স্মার্টকার্ড তারই একটি অংশ। বিশ্বের অনেক দেশ আছে এখনো এসব দেশের জনগণ স্মার্টকার্ডের কল্পনা করতে পারেনি।
 

সুমাইয়া আক্তার নামের আরেক তরুণী জানান, নতুন ভোট তুলার পর আইডি কার্ড পাইনি। আজ স্মার্ট কার্ড পেয়ে খুবই আনন্দ লাগছে।

১নং ওয়ার্ডের ইউপি সদস্য লায়েছ আহমদ লায়েন বলেন, এলাকায় সুন্দর সুষ্ঠু ভাবে স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে। এতে স্মার্টকার্ড পেয়ে ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।  

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানান,  আজ গোলাপগঞ্জ উওজেলার বাঘা ইউনিয়নের দুইটি ওয়ার্ডে প্রথম পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পুরো ইউনিয়নের মানুষের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হবে। এর আগে উপজেলার গোলাপগঞ্জ পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নে স্মার্টকার্ড সম্পন্ন হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত