নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২১ ১৪:১৮

সিলেটে নদীকৃত্য দিবস পালিত

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২১ উপলক্ষে সিলেটের নদীতীরে নদীপ্রেমি সমাবেশ করেছে সুরমা রিভার ওয়াটারকিপার এবং পরিবেশ আন্দোলন (বাপা)।

রোববার (১৪) দুপুরে নগরীর ক্বিন ব্রিজ এলাকায় সুরমা নদীর পাড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীপেশার নাগরিক প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দখল দূষণ আর প্রশাসনের উদাসীনতায় হারিয়ে যাচ্ছে নদী। শাখানদী ও উপনদী গুলো বিলীন হওয়ার পাশাপাশি প্রধান নদীগুলোও অস্তিত্ব সংকটে। এক্ষেত্রে নদী রক্ষা না করা গেলে জীবনমানে পড়ছে প্রভাব। বিলীন হচ্ছে নদ-নদীর মাছ।

তারা আরও বলেন, প্রকাশ্যে নদীতে ময়লা আবর্জনা ফেলছেন নদী তীরের ব্যবসায়ী ও সাধারণ মানুষজন। প্রশাসন বছরে দু-একবার অবৈধ দখল মুক্ত করার অভিযান করলে তা নিতান্তই লোক দেখানো বলে অভিযোগ করেন বক্তারা।

অবিলম্বে, নদী দখল দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের প্রতি আহ্বান জানান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত