ছাতক প্রতিনিধি

১৭ মার্চ, ২০২১ ২১:৫৮

ছাতকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় উদযাপন করা হযেছে। বুধবার (১৭মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধনির মাধ্যমে দিনটির শুভ সূচনা হয়।

সকালে বঙ্গবন্ধুর ম্যুড়ালে পুস্পস্তবক অর্পন করেন, ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় সরকারী প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক করেন। পুস্পস্তবক অর্পণ শেষে সর্ব সাধারণের জন্য এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা এবং পুরস্কার বিতরনী ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান।

বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, প্রভাষক ফখর উদ্দিন স্বপন, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, সাবেক চেয়ারম্যান সুন্দর আলী, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল হক রিপন, ছাত্রলীগ নেতা মাহবুব আলম প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কুতুব উদ্দিন।

এদিকে সকালে ছাতক পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পরে পৌর কাউন্সিল, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

আপনার মন্তব্য

আলোচিত