দিরাই প্রতিনিধি

১৮ মার্চ, ২০২১ ০১:৩৫

দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

বুধবার সকালে উপজেলা প্রশাসন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা গনমিলনায়তন হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা তাপস শীলের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন ও দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আলতাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সর্দার রুমি প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সমর্থকরা ও যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশাররফ মিয়ার সমর্থকরা পৃথক ভাবে জন্মদিন পালন করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, সাবেক মেয়র মোশাররফ মিয়া উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ, সহ সভাপতি সিরাজ উদ দৌলা, পৌর মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত