নবীগঞ্জ প্রতিনিধি

৩০ জুলাই, ২০২১ ২০:২৮

নবীগঞ্জে বিধিনিষেধ অমান্য করায় জরিমানা

নবীগঞ্জে কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

জানা গেছে, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত কঠোর লকডাউন কার্যকর করতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। অভিযানে সেনা সদস্যরা সহযোগিতা করেন। পৌর শহর, উপজেলার কাদিরবাজার, হরিনগর, ফার্ম বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ১২টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত