বড়লেখা প্রতিনিধি

৩১ জুলাই, ২০২১ ২৩:৩০

বড়লেখায় বিধিনিষেধ অমান্য করায় ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় কঠোর লকডাউনে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, মাস্ক না পরা, অকারণে ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৮টি মামলায় ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চলমান কঠোর লকডাউনে নির্ধারিত সময়ের বাইরে অনেকে দোকান খুলে ব্যবসা করছিলেন। নানা অজুহাতে অনেকে ঘোরাফেরা করছেন। তাই বিধিনিষেধ কার্যকরে বড়লেখা পৌর শহর, পাখিয়ালা চৌমুহনী, দরগাবাজার, পুরাতন বড়লেখা বাজার, কাননগো বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে এগুলো তালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাসের জিম্মায় রাখা হয়েছে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত