সিলেটটুডে ডেস্ক

১১ অক্টোবর, ২০২১ ০১:৩০

দেশের চিকিৎসকদের উপর আস্থা রাখতে পারবেন

বিএইচআরজেসি’র সংবর্ধনায় বক্তারা

দেশে এখন সব বিষয়ে উন্নত চিকিৎসা হচ্ছে। আমাদের দেশের চিকিৎসকদের উপর আস্থা রাখতে পারবেন। এখন অনেক জটিল চিকিৎসা এদেশেই সম্ভব।

রোববার (১০ অক্টোবর) রাতে নগরীর জিন্দাবাজারে সিলেট সানের হলরুমে এক সংবর্ধনা সভায় বক্তারা একথাগুলো বলেন। বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশন (বিএইচআরজেসি) ও সোল-৯৩ যৌথ উদ্যোগে চিকিৎসা পেশায় (ইএনটি) উচ্চতর ডিগ্রি অর্জন করায় ডা. আব্দুল হাফিজ শাফীকে দেওয়া সংবর্ধনা সভায় বক্তারা এ কথা বলেন।

বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে ও জহুরা ইসলাম নাজনিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মো. নাসির উদ্দিন, সিলেটের দিনকালের বার্তা সম্পাদক রবি কিরন সিংহ রাজেশ, কমিশনের কোষাধ্যক্ষ ইউসুফ আলী, সোল-৯৩ এডমিন মোজাহিদ আহমদ, আরিফ উদ্দিন, শেখ দেলওয়ার আহমদ, আলমগীর কবির মুন্না, ডায়াল সিলেট সম্পাদক সোহেল আহমদ পাপ্পু, শেকিল আহমদ খান, ফটো সাংবাদিক রনজিৎ সিংহ, সানসিল প্রাইভেট লিমিটেডের পরিচালক নাজমুল ইসলাম, সাইফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, প্রযুক্তির বদৌলতে চিকিৎসা সেবা এখন অনেকটা এগিয়ে গেছে। এখন সহজেই নাক, কান গলার জটিল অস্ত্রোপচার করা হয় এ দেশেই। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের চিকিৎসকরা চিকিৎসা পেশায়ও ভাল করছেন। বিশেষ করে ইউরোপ আমেরিকায় বাংলাদেশী চিকিৎসরা অনেক সুনাম অর্জন করছেন। এছাড়া সিলেটেও এখন অনেক জটিল অস্ত্রোপচার হচ্ছে বলে সভায় জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত