জুড়ী প্রতিনিধি

১৮ অক্টোবর, ২০২১ ০২:৩০

জুড়ীতে ইউপি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন যারা

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। আজকে ১৭ অক্টোবর ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ।

এতে ৫টি ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ২২ জন, সদস্য পদে ২০৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫২ জন।

উপজেলার ৫টি ইউনিয়নের মনোনয়ন জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী হলো ৫ জন, আওয়ামীলীগ সমর্থিত বিদ্রোহী প্রাথী ৩ জন, স্বতন্ত্র প্রার্থী ১৩জন। বাংলাদেশ ইসলামি আন্দোলন প্রার্থী ১জন।

আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সদর জায়ফরনগর ইউপিতে মো. জায়েদ আনোয়ার চৌধুরী, পশ্চিম জুড়ী ইউপিতে শ্রীকান্ত দাস, পূর্বজুড়ী ইউপিতে আব্দুল কাদির, গোয়ালবাড়ী ইউপিতে শাহাব উদ্দিন আহমদ লেমন ও সাগরনাল ইউপিতে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর নূর।

আওয়ামীলীগ বিদ্রোহী প্রাথী পশ্চিম জুড়ী ইউপিতে আনফর আলী, পূর্বজুড়ী ইউপিতে, বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ ও সাইন উদ্দিন রুয়েল।

জায়ফর নগর ইউনিয়নের বাংলাদেশ ইসলামি আন্দোলনের হাত পাখা’র প্রার্থী মো. সুহেল আহমদ ও মনোনয়ন জমা দিয়েছেন।

৫টি ইউনিয়নের সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন সদর জায়ফরনগর ইউপিতে ৫২জন, পশ্চিম জুড়ী ইউপিতে ৩৫ জন, পূর্বজুড়ী ইউপিতে ৩৭জন, গোয়ালবাড়ী ইউপিতে ৪৫ জন ও সাগরনাল ইউপিতে ৩৬জন।

৫টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন সদর জায়ফরনগর ইউপিতে ১৬জন, পশ্চিম জুড়ী ইউপিতে ১০ জন, পূর্বজুড়ী ইউপিতে ৮ জন, গোয়ালবাড়ী ইউপিতে ১০ জন ও সাগরনাল ইউপিতে ৮ জন।

আপনার মন্তব্য

আলোচিত