বানিয়াচং প্রতিনিধি:

১৯ অক্টোবর, ২০২১ ২১:১৭

বানিয়াচংয়ে পুলিশের উদ্যোগে সম্প্রীতি সভা

বানিয়াচংয়ে থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সভা কক্ষে উপজেলার আলেম-উলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের নিয়ে এ সভায় অনুষ্ঠিত হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেনের সভাপতিত্বে সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।

সভায় হযরত মাওলানা জনাব আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর), আল হারামাইন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুখলিছুর রহমান, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল ভট্টাচার্য্য, সেক্রেটারী মাদব দেব, হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিপুল ভূষন রায়, সেক্রেটারি কাজল চ্যাটার্জীসহ বানিয়াচংয়ের বিভিন্ন আলেম উলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে বলেন, ‘বানিয়াচংয়ের সকল ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা ও মতের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

সভায় নিজ নিজ ধর্মের আলোকে বক্তব্য প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত