শাবি প্রতিনিধি:

২০ অক্টোবর, ২০২১ ০১:২১

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাবিতে মশাল মিছিল

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সম্মুখ থেকে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি সিলেট বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীরা ৩ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার দায় নিয়ে সরকার ও প্রশাসনকে সারাদেশে নিরাপত্তাহীনতায় ভোগা জনগণের যথাযথ নিরাপত্তার বয়বস্থা করা। সহিংসতায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা। সহিংসতার সাথে জড়িত ও মদদদাতাদের গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা কর কর্তব্য পালনে ব্যর্থ প্রশাসনিক কর্মকর্তাদের অপসারণ করে কঠোর শাস্তি প্রদান করা।

আপনার মন্তব্য

আলোচিত