জগন্নাথপুর প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২১ ২১:৪৫

জগন্নাথপুরে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নলজুর নদীতে অবৈধভাবে পোনা মাছ ধরায় ৫০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে মাছশিকারী ৩ জেলেকে আটক করা হয়। পরে তাদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জরিফ উল্লার ছেলের আব্বাস মিয়া, আব্দুর গফুরের ছেলে আব্দুর রহিম ও তার ছেলে জুয়েল মিয়া।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত নিষিদ্ধ ৫০০ মিটার পোনা জাল, মশারি জাল, বেলজাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বলেন, আটককৃতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত