শাবি প্রতিনিধি:

২৭ অক্টোবর, ২০২১ ১৮:৪৯

শাবিতে টিকা কার্যক্রম: ৮ দিনে টিকা নিলেন ১৭১৭ শিক্ষার্থী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গত ৮ দিনে করোনার টিকা নিয়েছেন ১ হাজার ৭১৭ জন শিক্ষার্থী।

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন।

তিনি বলেন, ‘গত ১৬ অক্টোবর ফাইজারের টিকা দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রম সোমবার ২৭ অক্টোবর বিকেলে শেষ হয়। টিকা কার্যক্রম আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জের ছিলো। ক্যাম্পাস বন্ধ থাকা সত্বেও শিক্ষার্থীরা সাড়া দিয়েছেন। কোনরকম অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই আমরা এ কার্যক্রম শেষ করতে পেরেছি। গত আট দিনে আমরা ১ হাজার ৭১৭ জন শিক্ষার্থীকে টিকা দিতে পেরেছি।’

তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে মোট ৯ হাজার ২৪২ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ৯৫ শতাংশ শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। টিকা বিহীন আছে মাত্র ৫ শতাংশ শিক্ষার্থী। আশা করি যারা বাকি থাকবে তাদেরকেও আমরা টিকার আওতায় নিয়ে আসতে পারবো।'

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‌আমরা শিক্ষার্থীদের শতভাগ টিকার আওতায় নিয়ে আসতে চাই। যেকোনো মূল্যে তাদের টিকা দিতে চাই। এজন্য যাদের জাতীয় শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের জন্য ক্যাম্পাস খুললে এক সপ্তাহের মধ্যে পরিচয়পত্র নিবন্ধনের ব্যবস্থা করা হবে।’

যারা ক্যাম্পাসে টিকা নিয়েছেন তাদের যথাসময়ে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে বলে জানান তিনি। পরিশেষে সুন্দরভাবে টিকা কার্যক্রম শেষ হওয়ায় এর সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপাচার্য।

প্রথমদিন ১৬ অক্টোবর টিকা নেন ১৯৫ জন, ২য় দিন ১৭ অক্টোবর ১৫৬ জন, ৩য় দিন ১৮ অক্টোবর ২৮২ জন, ৪র্থ দিন ১৯ অক্টোবর ২৩২ জন, ৫ম দিন ২১ অক্টোবর ২৩৬ জন, ৬ষ্ঠ দিন ২৫ অক্টোবর ২২৪ জন, ৭ম দিন ২৬ অক্টোবর ১৯৪ জন, সর্বশেষ ২৭ অক্টোবর ১৯৮জন শিক্ষার্থী টিকা নেন।

আপনার মন্তব্য

আলোচিত