সিলেটটুডে ডেস্ক:

২৭ অক্টোবর, ২০২১ ২০:৪০

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলা ইউনিটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুর ২টায় নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল- মুক্তিযুদ্ধের ইতিহাস উপজেলা ভিত্তিতে সংকলিত করার জন্য সকল মুক্তিযোদ্ধা সন্তানদের আজকের দিনে নির্দেশনা প্রদান করেন।

মুক্তিযুদ্ধের চেতনা ১৯৭২ সালের সংবিধানে মুলস্তম্ভ সর্বস্তরের চড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

সিলেট জেলা সন্তান কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম পারভেজ বিশ্বাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপেজলার বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. খলিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নিয়াজুল ইসলাম ছুরুকী, মো. জাকারিয়া আহমদ, সদস্য কামরুল ইসলাম, ডিপজল পাত্র, আব্দুল্লাহ, সোয়েব আহমদ, সোহেল আহমদ, রাসেল আহমদ, মিছবাহ আহমদ, মো. হাবিবুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত