ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ

০২ জুলাই, ২০২২ ১৫:৩২

শান্তিগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান নির্বাচন কর্মকর্তার

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেছেন, সিলেট-সুনামগঞ্জে একশো বছরের মধ্যে এতো বড় বন্যা আর কখনোই হয়নি। এ অঞ্চলের মানুষ খুবই দুঃখ-দুর্দশার মধ্য দিয়ে দিনানিপাত করছেন। বন্যাক্রান্ত এসব জেলার লাখ লাখ মানুষ খুবই কষ্টে আছেন। আমি আমার বিভাগের সকল জেলা-উপজেলার নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা বিভিন্ন সেক্টরে জব করছেন দয়া করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান।

শনিবার (২ জুলাই) দুপুর ১২টায় শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের চুরখাই, বেতকোনা, নোয়াগাঁও, মাহমদপুর গ্রামে ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন তিনি। সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে ও সিলেট অঞ্চলের সকল নির্বাচন কার্যালয়ের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন হয়।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা নির্বাচন কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞাঁ, সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম, সুনামগঞ্জ সদর, সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, শ্রীমঙ্গল ও বালাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পূর্ব পাগলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আজির উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত