কমলগঞ্জ প্রতিনিধি:

০৪ আগস্ট, ২০২২ ২৩:৪৯

কমলগঞ্জে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য কারাগারে

মৌলভীবাজারের কমলগঞ্জে বৃদ্ধ আবদুল খালিককে হত্যাচেষ্টার মামলায় এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইউপি সদস্য বুলবুল আহমেদ আত্মসর্মপণ করে জামিনের আবেদন করলে বিচারক জমিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া ইউপি সদস্য বুলবুল রহিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

মামলার বিবরণে জানা যায়, গত ২৭ জুন দুপুর সাড়ে ১২টার দিকে রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে উজির মিয়ার দোকানের সামনে আসলে বুলবুল আহমদ ওয়াতি পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত আব্দুল খালিকের ওপর হামলা চালায়। হামলায় মারাত্মক আহত হন আব্দুল খালেক।

এ ঘটনায় আব্দুল খালিক বাদী হয়ে বুলবুল আহমদ ওয়াতি ও মৃত হাজী আলাউদ্দিনের ছেলে নজির মিয়া গংসহ অজ্ঞাত ৩-৪ জনের নামে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কমলগঞ্জ থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করতে নির্দেশ দেন। কমলগঞ্জ থানার জিআর মামলা নম্বর- ১০৬।

মামলার বাদীপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট সজল চন্দ্র দেব জানান, মামলার প্রধান আসামি বুলবুল আহমদ ওয়াতির হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। ৩ আগস্ট জামিনের মেয়াদ শেষ হয়েছে। তাই বৃহস্পতিবার আদালতে আত্মসর্মপণ করে কৌঁসুলির মাধ্যমে জামিনের প্রার্থনা করেছিলেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মন্তব্য

আলোচিত