তাহিরপুর প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২২ ২২:০৬

তাহিরপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

 
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কেন্দুয়া নদীর পানিতে ডুবে দুই শিশু মারা গেছে।

রোববার (১৪ আগস্ট)বিকেলে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চতুর্ভূজ গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হল- উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্ভূজ গ্রামের ফরহাদ মিয়ার ছেলে মোবারক (৫) ও একই গ্রামের মনসুর মিয়ার ছেলে তোফাজ্জল (৪)।

নিহতদের পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্ভূজ গ্রামের বাড়ির আঙ্গিনায় নিহত দুই শিশু খেলা করে। খেলা করার সময় হঠাৎ দুই শিশু কেন্দুয়া নদীর পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাদের না পেয়ে খোঁজাখুজি শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুজি করার পর বিকেল সাড়ে ৫টায় তোফাজ্জল মিয়ার লাশ নদীতে ভেসে উঠে। এর প্রায় আধা ঘন্টা পর মোবারকের লাশ একেই নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

দক্ষিণ বড়দল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য মাহবুবুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি আজ পারিবারিক কাজে এলাকার বাইরে ছিলাম। আমাকে স্থানীয়রা ফোন করে এ তথ্য জানিয়েছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির এ মৃত্যুর ঘটনাটি শুনে বলেন, এই মৃত্যুর ঘটনাটি খুবই বেদনদায়ক।

আপনার মন্তব্য

আলোচিত