
২১ সেপ্টেম্বর, ২০২২ ২১:৫৯
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াবাসহ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘিপুরা গ্রামের মিলনদর আলীর ছেলে শাহাবুউদ্দিন (৩৮) ও শক্তিরগাঁও গ্রামের ফজর আলীর ছেলে হিরণ মিয়া (৩৩)।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশ কলকলিয়া বাজার এলাকা থেকে শাহাবউদ্দিন ও হিরণকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অলক দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি ইয়াবা বিক্রেতা। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য