নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২২ ২১:৫৬

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিলেটে পৃথক সড়ক দুঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার রাতে দক্ষিণ সুরমার লালাবাজার ও শুক্রবার মধ্যরাতে কাজিরবাজার সেতুতে এ দুর্ঘটনা দুটি ঘটে।

শনিবার রাত পৌনে ৮টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় বাসচাপায় নিহত হন এক মোটরসাইকেল আরোহী। নিহত নুরুল আমিন রুবেল (৩২) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাসিন্দা।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দিলে তিন আরোহী-ই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার রুবেলকে মৃত ঘোষণা করেন। বাকির দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

এরআগে শুক্রবার দিবাগত রাত (২৪ সেপ্টেম্বর) সাড়ে ১২টার দিকে কাজিরবাজার ব্রিজের উপর মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নির্মল সরকার (৩০) নামের একজন নিহত হয়েছেন।
নির্মল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দূর্গাপুর গ্রমের সুকলাল সরকারের ছেলে। তিরি আম্বরখানায় একটি ফার্মেসিতে স্টাফ হিসেবে কাজ করতেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে কাজিবাজার ব্রিজের উপর দক্ষিণ সুরমা যাওয়ার লেনে মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ আমিন (২৯) এবং বাইসাইকেল আরোহী নির্মল সরকারের (৩০) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুইজনেই গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল আরোহী নির্মল সরকারকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ আমিন (২৯) মুমূর্ষু অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

আপনার মন্তব্য

আলোচিত