জুড়ী প্রতিনিধি:

২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:৩৯

জুড়ীতে বিনামূল্যে চিকিৎসা সেবা

বন্যা পরবর্তী মানুষের সহযোগিতার জন্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে জুড়ী ল্যাব এইড অ্যান্ড ডায়াগনস্টিক কনসালটেন্ট সেন্টার।

শনিবার (২৪ সেপ্টেম্বর) কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ল্যাব এইড ডিজিটাল অ্যান্ড ডায়াগনস্টিক কনসালটেন্ট সেন্টারের পরিচালক ডা. আল আমিন তালুকদার, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজিব বৈদ্য রাজু, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মিঠুন বৈদ্য প্রমুখ।

উল্লেখ্য, প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি প্রাথমিক ঔষধ দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত