হবিগঞ্জ প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০২২ ১৯:০৯

ব্যান্ডের মোড়কে খোলা সরিষা তেল, জরিমানা

হবিগঞ্জে খোলা সরিষা তেল বিভিন্ন ব্যান্ডের মোড়কে বাজারজাত করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার বিকেলে শহরের মোহনপুর এলাকায় এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

তিনি জানান, শহরের মোহনপুর এলাকার একটি বাসা ভাড়া নিয়ে প্রায় ১ মাস ধরে খোলা তেল বিভিন্ন ব্যান্ডের মোড়কে বাজারজাত করে আসছিল মোস্তাক মিয়া নামে এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোস্তাককে আটক করা হয় এবং সেখানে প্রায় ২৪০ লিটার সরিষার তেল জব্দ করা হয়। এছাড়া ১ লাখ ২০ হাজার শলা নকল আকিজ বিড়িও সেখানে পাওয়া যায়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোস্তাক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও খোলা সরিষা তেল গুণগত মানের হওয়ায় সেগুলো মুচলেখার মাধ্যমে ফেরত দেয়া হয় এবং নকল আকিজ বিড়ি ধ্বংস করা হয়েছে।

অভিযানকে সহায়তা করেন শায়েস্তাগঞ্জ র‌্যাব-৯ এর একদল সদস্য।

আপনার মন্তব্য

আলোচিত