তাহিরপুর প্রতিনিধি:

২৮ সেপ্টেম্বর, ২০২২ ২১:৫৯

তাহিরপুরে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে বিদেশি মদের চালানসহ নজরুল ইসলাম নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ১২টায় উপজেলার মাহারাম (আদর্শ গ্রাম) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নজরুল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম (আর্দশ গ্রাম) গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার, ফোর্সসহ পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার রাতে মাদক ক্রয়-বিক্রয় কালে মাহারাম গ্রামের নিজ বসত বাড়ির সামনের সড়ক থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করেন।

এরপর তার হেফাজতে থাকা প্লাষ্টিকের বস্তার ভেতর কার্টুন ভর্তি ২৪ বোতল এসি ব্লাক বিদেশি মদ জনসম্মুখে জব্দ করা হয়।

বুধবার নজরুলের বিরুদ্ধে মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত