নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি , ২০১৫ ১২:২২

মৌলভীবাজার গণজাগরণ মঞ্চের মুখপাত্র নাসির জামান আর নেই

আজ(রোববার) সকাল ৭টা ৪৫ মিনিটের সিলেটের নর্থ ইষ্ট হাসপাতালে শেষ নিঃশাস ত্যাগ করেছেন

ফাইল ছবিঃ লাল পাঞ্জাবী পরা বক্তব্যরত নাসির জামান

মৌলভীবাজার গণজাগরণ মঞ্চের মুখমাত্র ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ  নাসির জামান (৩২) আজ(রোববার) সকাল ৭টা ৪৫ মিনিটের সিলেটের নর্থ ইষ্ট হাসপাতালে শেষ নিঃশাস ত্যাগ করেছেন । হঠাৎ করে অসুস্থবোধ করায় গত রাত  ১২টায় তাঁকে হাসপাতালে নেয়া হলে তিনি হাসপাতালেই মারা যান । নাসির জামান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অরুণোদয় , সাংস্কৃতিক সংগঠন নক্ষত্র'র সাথেও যুক্ত ছিলেন ।

তিনি স্বপ্ন দেখতেন অসাম্প্রদায়িক , প্রগতিশীল শান্তির বাঙলার । একাধারে গনজাগরন মঞ্চ সহ সকল প্রগতিশীল রাজনৈতিক ও সমাজিক অন্দোলনে নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতা ছিলো তার। বঙ্গবন্ধু প্রজন্মলীগের নেতৃত্বেও ছিলেন তিনি। বিশেষ করে গনজাগরন মঞ্চের মৌলভীবাজার অঞ্চলের মূখ্য সংগঠক হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে উঠা আন্দোলনে অগ্রনী ভূমিকায় ছিলেন তিনি । সক্রিয় ছিলেন গত ৫ ফেব্রুয়ারি জাগরণযাত্রা'র কর্মসূচিতেও ।


নাসিরের অকাল  মৃত্যুকে শোকাহত হয়ে পড়েছে পুরো মৌলভীবাজারের সাংস্কৃতিক অংঙ্গন । তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সমাজকল্যানমন্ত্রী সৈয়দ মহসিন আলী ।
তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট গণজাগরণ মঞ্চ ।

দুপুর ২টা থেকে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা শেষে বাদ আসর তাঁকে সমাহিত করা হবে ।

আপনার মন্তব্য

আলোচিত