ডেস্ক রিপোর্ট

০৬ জানুয়ারি, ২০১৬ ১৬:৫৬

গ্যাস সংযোগ বন্ধের প্রতিবাদে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান

গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেট এর সভা গতকাল ৬ জানুয়ারী বুধবার সকাল ১১টায় জিন্দাবাজারস্থ পুরান লেনে অনুষ্ঠিত হয়।

গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেট এর আহ্বায়ক, সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক ধীরেন সিংহ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক, বাসদ জেলার সমন্বয়ক আবু জাফরের পরিচালনায় সভায় কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় ও জেলার সভাপতি র‌্যারিস্টার মোঃ আরশ আলী, প্রবীণ রাজনীতিবিদ এড. মুজিবুর রহমান চৌধুরী, জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক লুকমান আহমদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন, সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, ড. নেছার আহমদ কায়ছার, সিপিবি প্রবীণ নেতা ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, বাসম (মার্কসবাদী) জেলা নেতা হুমায়ুন রশিদ সুয়েব, গণতন্ত্রী পার্টি জেলা নেতা জুনেদুর রহমান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চারন সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের সংগঠক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দ প্রমূখ। 

সভায় বক্তারা বলেন, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি: এর মৌখিক নির্দেশে সিলেট বিভাগের সর্বত্র গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস সংযোগ বন্ধের এ নির্দেশ বেআইনী ও গণবিরোধী। অসৎ ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করার জন্য কতিপয় লুটপাটকারী কর্মকর্তারা এই গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বক্তারা গ্যাস সংযোগ বন্ধের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান। সভায় গ্যাস সংযোগ বন্ধের প্রতিবাদে জনমত গঠন ও পরবর্তী আন্দোলনে করণীয় নির্ধারণের আগামী ১০-২০ জানুয়ারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মত বিনিময়ের সিদ্ধান্ত গ্রহণ হয়। 

উল্লেখ্য, গত ২২/১২/১৫ইং তারিখে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন-সিলেট কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত