নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৪ ২২:২৫

আলোকিত, উন্নত ও শান্তিময় সিলেট দেখতে চাই : ড. মোমেন এমপি

সম্মিলিত ভাবে আলোকিত, উন্নত ও স্মার্ট সিলেট গড়ার অঙ্গিকার করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে তাকে দেওয়া নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সিলেটের প্রতি অত্যন্ত আন্তরিক। যখন যা দাবি করেছি, তখনই তিনি সেটা বাস্তবায়ন করেছেন। সিলেটে চলমান অনেক প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে সিলেট একটি স্মার্ট নগরীতে পরিণত হবে। আর আমরা যারা জনপ্রতিনিধি আছি সম্মিলিত ভাবে কাজ করলে সিলেটকে উন্নত এবং আধুনিক নগরীতে রূপান্তর করা যাবে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ নগরীর মানুষ আমাকে এত ভালোবাসে এমপি হওয়ার আগে আমি জানতাম না। সবার প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব।

সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট থেকে নবনির্বাচিত সংরক্ষিত সংসদ সদস্য রুমা চক্রবর্তী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আল কবির, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ, বাংলাদেশ বার কাউন্সিলের সহ সভাপতি রুহুল আনাম মিঠু, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ সভাপতি আব্দুল জব্বার জলিল, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দীকি, জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইসলাম রাজেশ সিংহ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

সংস্কৃতি কর্মী রজত কান্তি গুপ্ত এবং জান্নাতুল নাজনীন আশার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ।

এসময় সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, কর্মকর্তাসহ সিলেট আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ মহানগরীর সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এর আগে সিলেট সিটি করপোরেশনের সকল কাউন্সিলর, শাখা/বিভাগের প্রধানদের সাথে মতবিনিময় করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

আপনার মন্তব্য

আলোচিত