ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

১০ মার্চ, ২০২৪ ০০:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এমপি হাবিবের কৃতজ্ঞতা

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-৩ আসনে ২০২১ সালের উপ-নির্বাচনে ও এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে পর পর দু’বার আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করেন। সর্বস্তরের নেতা-কর্মীদের নিরলস প্রচেষ্টায় বিপুল ভোটে জয়লাভ করেছি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট আপা শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনগণকে স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করতে হবে। এসময় তিনি বিএনপি-জামায়াতের অপরাজনীতি মোকাবিলা করতে সকলকে সজাগ থাকতে উদাত্ত আহ্বান জানান।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান খান জাহাঙ্গীরের পরিচালনায় বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজু আহমদ রাজা, মীর সাখাওয়াত হোসেন তরু, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, মুহিব উদ্দিন বাদল, প্রচার সম্পাদক হাজী এনামুল হক, ইউপি চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু, তৈয়ফুর রহমান শাহিন, সাইফুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, ডা. জাকির হোসেন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, শিক্ষক মো. আহাদুজ্জামান, মনসুর আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, এবিএম কিবরিয়া ময়নুল, সার কারখানা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহমদ মুন্না, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির, বিজন কুমার দেবনাথ, হৃষিকেশ দেব রন্টু, দিদারুল আলম শিহাব, মুজিবুর রহমান মুজিব, আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল শাকুর, সাইফুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, শিক্ষক তপন পাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল হাসান চৌধুরী কামরান ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সুজন। গীতা পাঠ করেন আওয়ামী লীগ নেতা সজল চন্দ্র।

সভা শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন আওয়ামী লীগ নেতারা। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা, রাজনৈতিক নেতারা, সুধীসমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য

আলোচিত