জৈন্তাপুর প্রতিনিধি

১১ মার্চ, ২০২৪ ০২:১৩

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন বিষয়ক এএনসির ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমান মর্যাদা দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১% পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ হলো দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তি। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ক্ষমতায়, মানবাধিকারসহ মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষে ওয়েব ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (১০ মার্চ) বিকাল ৩টায় এডভোকেসি নেটওয়ার্ক কমিটি জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ষাণ্মাসিক সভায় বক্তারা এসব কথা বলেন।

জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এএনসি জৈন্তাপুরের কার্যনির্বাহী সদস্য গোলাম মোস্তফা সরকার।

জৈন্তাপুর এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিমের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সহকারী ফেসিলিটেটর মুতাব্বির হোসেন, এএনসি জৈন্তাপুর ভাইস চেয়ারপার্সন সাংবাদিক গোলাম সরওয়ার বেলাল, কার্যনির্বাহী সদস্য ক্লেমেন্ট চিশিম বর্ষা, এন্ড্রু স্মীথ খংলা, সালেহা বেগম, নমিতা নাইয়াং, হোসেন মিয়া, সাহেদুর রহমান, অলিউর রহমান, সুবীর চক্রবর্তী, মো. জাহিদুল ইসলাম, জাহানারা বেগম, শেলি রানী দেব, ববিতা সুচিয়াং প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত