০৬ আগস্ট, ২০২৪ ১৯:৫৪
সিলেটের বিয়ানীবাজারে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উচ্ছ্বসিত জনতা রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করে মিছিল করেছেন।
সোমবার বেলা ৩টার দিকে যখন বিভিন্ন গণমাধ্যমে খবর আসে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন, তখনই পৌর শহরে নেমে আসেন বিভিন্ন বয়সী হাজারও মানুষ। এ সময় তারা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দেন।
এ ছাড়া বিক্ষুব্ধ জনতা বিয়ানীবাজার থানা, মুক্তিযোদ্ধা সংসদ ভবন, বঙ্গবন্ধু ম্যুরাল, নেতার ব্যাক্তিগত কার্যালয় ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বিয়ানীবাজার থানা পুলিশের কয়েকটি রাষ্ট্রীয় গাড়ী ও স্থাপনা পুড়িয়ে ছাই করে ফেলা হয়। পুলিশের আত্মসমর্পণের পরও দূর্বৃত্তরা তাদের ঘরে আক্রমণ চালায়। বিক্ষুব্ধ হয়ে পুলিশ একপর্যায়ে গুলি চালালে ৩ জনের মৃত্যু ও ৭জন আশংকাজনক খবর পাওয়া গেছে
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, এখন পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী কাজ করছে।
আপনার মন্তব্য