জুড়ী প্রতিনিধি

০৮ আগস্ট, ২০২৪ ১৯:৫২

জুড়ীতে বাজার পরিষ্কারে শিক্ষার্থীরা

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সামাজিক সংগঠন  সেইভ জুড়ী ও  ক্লিন জুড়ীর উদ্যোগে জুড়ী বাজারের ময়লা আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা।

বুধবার (৭ই আগস্ট) সকাল ১০ ঘটিকায় জুড়ী আব্দুল আজিজ মেডিকেল সেন্টার থেকে  তাদের কার্যক্রম শুরু হয়।

এই কার্যক্রমে জুড়ী উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীরা অংশ নিয়ে সহায়তা করেন।

জুড়ী বাজারের সকল জায়গা থেকে ময়লা এনে নিদিষ্ট স্থানে ফেলেছে এবং প্রতিটি দোকানে  ডাস্টবিন ব্যাবহার করার জন্য অনুরোধ করেছে।

সেইভ জুড়ীর সেচ্ছাসেবী আজিজুর রহমান বলেন,  আমাদের নিজ উপজেলা আমরা নিজেদেরই পরিষ্কার করতে হবে। দিনশেষে আমাদেরকেই কাজ করতে হবে। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে দয়া করে সহযোগিতা করুন। নিজ এলাকাকে পরিষ্কার করুন।   

ক্লিন জুড়ীর সেচ্ছাসেবী রফিক সুমন বলেন,  আমাদের আহ্বানে শত শত শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠন আমাদের সাথে যুক্ত হয়ে আজকের প্রোগ্রাম কে সফল করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আজকে জুড়ী বাজারের মানুষদের যে ভালোবাসা পেয়েছে আমাদের শিক্ষার্থীরা তা আজীবন মনে রাখবে।

আপনার মন্তব্য

আলোচিত