০৮ আগস্ট, ২০২৪ ২০:০৪
চলমান পরিস্থিতিতে হবিগঞ্জের চুনারুঘাটে যেকোনো ধরনের নৈরাজ্য, দখল ও লুটতরাজ এসব বিষয়ে এলাকাবাসীকে সচেতন ও সতর্ক থাকার আহবান জানিয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে ।
বুধবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির উদ্যাগে দলের সাধারন সম্পাদক এডভোকেট মীর সিরাজ চুনারুঘাট পৌর শহরে মাইকিং করেন । এসময় এলাকাবাসীকে ৭ সচেতন ও সতর্ক থাকার আহবান জানান। প্রচার মাইকিংটি শহরের টু-স্টার হোটেলের সামন থেকে শহর প্রদক্ষিন করে। পরে সন্ধ্যায় মধ্যবাজারে এক পথসভার মাধ্যমে প্রচার মাইকিং সমাপ্ত হয়। এডভোকেট মীর সিরাজ জানান, আমাদের নেতা তারেক রহমান নিজ নিজ এলাকার শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে সকলকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রামে স্বৈরাচার পতন হয়েছে। এই বিজয়কে কলঙ্কিত করা যাবে না। যেকোনো ধরনের নৈরাজ্য দখল, লুটতরাজ এসব বিষয়ে এলাকাবাসীকে এলাকাবাসীকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি, দিনে অথবা রাতে এ ধরনের যেকোনো অপকর্মের সাথে ছাত্রজনতা ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের কোন সংশ্লিষ্টতা নেই। বর্তমান অবস্থায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অনুরোধ করছি বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সর্বদাই আপনাদের পাশে আছে। যদি বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেকোনো ধরনের নৈরাজ্য, দখল ও লুটতরাজ এর সঙ্গে জড়িতর প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে উপজেলা বিএনপি কঠোর ব্যবস্থা নিবে।
তিনি আরও জানান, চুনারুঘাট উপজেলার যে কোন অপ্রীতকর ঘটনা এড়াতে ও চুনারুঘাটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে উপজেলা বিএনপির নেতাকর্মী পুলিশকে সহায়তা করবে বলে এবং কোন দুর্বৃত্তরা যাতে উপজেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে জন্য উপজেলা বিএনপির নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখছে এবং পাহারা দিচ্ছে । সচেতন ও সতর্কতা প্রচারে অংশনেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আব্দুল করিম সরকার, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর লুৎফুর রহমান জালাল, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সফিক মিয়া, সৈয়দ আবু নাঈম হালিম, নাসির উদ্দীন, জামাল মিয়া , পৌর যুবদলের আহবায়ক আউয়াল মিয়া, যুগ্ম আহবায়ক রফিক তালুকদার, সদস্য সচিব কামরুল হাসান মাসুম, শাহ শরীফ, কৃষকদলের আহবায়ক মো: মানিক মিয়া, আহম্মদাবাদ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো: কামরুল হাসান শামীম, পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাবিবুল আলম, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন তালুকদার মামুন, মাহমুদুল হাসান ফিরুজ, সগির মিয়া চৌধুরী, আব্দুল মতিন সর্দার, উপজেলা যুবদলের সদস্য খান মো: জালাল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ, যুবদল নেতা জমির আলী, ছাত্রদল নেতা ইসলাম উদ্দিনসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য