০৮ আগস্ট, ২০২৪ ২৩:৪১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা সদরসহ বিভিন্ন হাট বাজার পরিদর্শন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেট বিভাগের সমন্বয়কারী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
এসময় তিনি ব্যবসায়ীদের আতংকিত না হয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য ও সংখ্যালঘুদের সব রকম নিরাপত্তা দেওয়ার কথা জানান।
পরে তিনি উপজেলা পরিষদের শহীদ মিনারে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা জানান।
এই সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন, বিএনপির নেতা অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল, অ্যাডভোকেট মিজানুর রহমান, মহিলা কাউন্সিলর ইসরাত জাহান ডলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা সাইমুন চৌধুরী, যুবদল নেতা সাইফুর রহমান টিটু, নারী নেত্রী চাদ সুলতানা চৌধুরী শাবানা, সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম জুয়েল ( মন্টি) বাবুল ইসলাম বাবু প্রমুখ।
আপনার মন্তব্য