জগন্নাথপুর প্রতিনিধি

১০ আগস্ট, ২০২৪ ০২:০৭

জগন্নাথপুরে সেনা মোতায়েন, ট্রাফিকের দায়িত্বে আনসার

চলমান পরিস্থিতিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার বাহিনী মাঠে কাজ করছে। তবে পুলিশের কর্মবিরতি থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছেন উপজেলাবাসী।

জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে এ উপজেলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আরিফুল ইসলামের নেতৃত্বে ৭০ জন সেনা সদস্যের একটি দল জগন্নাথপুর পৌরসভায় অবস্থান করছেন। এরপর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল করতে দেখা যায়।

অন্যদিকে, বুধবার থেকে শুক্রবার (৯ আগস্ট) ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে আনসার বাহিনী।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, এ উপজেলা একটি ট্রাফিক পয়েন্ট রয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ কাজে ৬ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দুইজন করে তিন শিফটে কাজ করবে।

এদিকে, সারা দেশের ন্যায় জগন্নাথপুর থানা পুলিশ কর্মবিরতিতে থাকায় উপজেলাজুড়ে নিরাপত্তাহীনতায় দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত না থাকায় বেশ কয়েকটি ব্যাংক তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। আবার খোলা রাখা ব্যাংকগুলোতেও স্বল্প পরিসরে সেবা দেওয়া হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম বলেন, এ উপজেলার চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী তাদের কেন্দ্রীয় নির্দেশনায় কাজ করবে। আশা করছি দুই এক দিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

আপনার মন্তব্য

আলোচিত