১১ আগস্ট, ২০২৪ ২১:১৬
দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা, তাদের উপাসনালয়ে হামালা-ভাংচুরের প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
রোববার দুপুর থেকে নগরের বিভিন্ন স্থান থেকে চৌহাট্টা শহীদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করেন হিন্দু ধর্মাবলম্বীরা। মিছিল নিয়ে বিভিন্ন পাড়া ও মন্দির থেকে আসতে থাকেন তারা। বেলা আড়াইটায় চৌহাট্টা থেকে আশপাশের এলাকায় জমায়েত ছড়িয়ে পড়ে। এতে ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। ''হিন্দুদের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই', ' আমার মাটি আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ', 'আমার মাটি আমার মা, দেশ ছেড়ে যাবো না', 'মন্দিরে হামলা হচ্ছে, মিডিয়া নিরব কেন?'- এমন নানা শ্লোগান দিতে থাকেন তারা।
বিকেল ৪ টার দিকে শহীদ মিনার এলাকায় শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, গত সরকারের পদত্যাগের পর থেকে সারাদেশে হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা ভাঙচুর ও লুটপাট চলছে। এসব সহিংসতা ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকেও কোন সহায়তা মিলছে না। ফলে সারাদেশের হিন্দুরা আতংক ও নিরাপত্তাহীনতায় ভূগছেন।
বক্তারা বলেন, সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে বিপুল সংখ্যক হিন্দু শিক্ষার্থী অংশ নেয়। অনেকে শহীদও হয়েছে। তবু টার্গেট করে হিন্দুদের উপর হামলা কেন?
বক্তারা হিন্দুদের জানমাল ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। এতে নগরজুড়ে দীর্ঘ যানজট দেখা দেয়।
এই কর্মসুচিতে ইসকন, সনাতনী ছাত্রসমাজসহ বিভিন্ন হিন্দু সংগঠন ও হিন্দুধর্মাবলম্বী নেতারা অংশ নেন।
আপনার মন্তব্য