১১ আগস্ট, ২০২৪ ২৩:০৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রতিটি শহীদ আমাদের জাতীয় বীর। তাদের ত্যাগ ও চরম সাহসিকতার দৃশ্য সারা বিশ্ব দেখেছে। তাদের আত্মত্যাগ আমাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। সাংবাদিকরাও এই আন্দোলনে সত্য তুলে ধরার মাধ্যমে অগ্রণী ভুমিকা পালন করেছে। সিলেট শহরে পেশাগত দায়িত্ব পালন কালে সম্ভাবনাময় তরুণ সাংবাদিক এটিএম তুরাবকে প্রকাশ্য দিবালোকে পুলিশ গুলি করে হত্যা করেছে। তুরাবের এই ত্যাগ আমরা সারাজীবন মনে রাখবো। সকল হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি শনিবার বিকেলে শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে তার জন্মমাটি বিয়ানীবাজার উন্নয়ন ফোরাম আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, এখানে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল, তাই শহীদ সাংবাদিক আবু তুরাবের জন্য আমরা মন থেকে দোয়া করবো যাতে আল্লাহ তায়ালা তাকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাত দান করেন। তিনি এসময় শহীদ সাংবাদিক তুরাবসহ এ আন্দোলনে সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করেন।
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এবং দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবু তাহের মোঃ তুরাব।
পৌরশহরের উত্তর বাজারে বিয়ানীবাজার বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে, ফোরাম নেতা মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন ও ফোরাম নেতা আব্দুল হামিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদদ্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা উত্তরের আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা দক্ষিণের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সমাজসেবী কাজী আবুল কাশেম, বড়লেখার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, সমাজসেবক আহমাদুর রহমান খান হিনু, সাংবাদিক মিলাদ জয়নুল, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর এমাদ উদ্দিন, বিএনপি নেতা আব্দুল ফাত্তাহ বকশী, ১২ দলীয় জোট নেতা মুফতি আব্দুল করিম হক্কানি, আইনজীবি আসাদ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আহবাব হোসেন মুরাদ, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আমিনুল ইসলাম, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন ও ফাতেহুল ইসলাম।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ নাগরিক সভায় ইসলামী সংগীত পরিবেশন করেন তানভীর এলাহি মজুমদার ও হামদে বারী পরিবেশন করেন কাওসার আহমদ।
এদিকে শনিবার বিকেলে তিনি বিগত আন্দোলনে নিহত গোলাপগঞ্জ উপজেলার ৭ শহীদ পরিবারের মধ্যে ঘোষগাঁও গ্রামের গৌছ উদ্দিন, বারকোট গ্রামের তাজ উদ্দিন, উত্তর কানিশাইল গ্রামের কামরুল ইসলাম পাবেল, নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলাম, রায়গড় গ্রামের হাসান আহমদ, দত্তরাইল গ্রামের মিনহাজ উদ্দিন ও শিলঘাট গ্রামের সানি আহমদের পরিবারকে সমবেদনা জানান এবং নিহতের অভিভাবকদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন।
আপনার মন্তব্য