নিউজ ডেস্ক

৩০ জানুয়ারি, ২০১৬ ১৩:১২

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী)'র নগর সম্মেলন অনুষ্ঠিত

‘শিক্ষার সকল স্তরে ব্যায় বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন’ শ্লোগানে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে প্রগতিশীল ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী)’র ২য় নগর সম্মেলন।

সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য নাঈমা খালেদা মনিকা।

সংগঠনের নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানার সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  বাসদের(মার্কসবাদী)কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য কমরেড মানস নন্দী, সিলেট জেলা শাখার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সাধারন সম্পাদক রুবাইয়াৎ আহমেদ প্রমুখ।

বক্তরা বলেন, অধিকারের পরিবর্তে এদেশের শিক্ষাকে পণ্য হিসেবে রুপান্তরিত করা হয়েছে। ঘুষ, প্রশ্নফাসেঁর মতো দুর্নীতির গ্রাসে মেধাবীরা প্রকৃত মূল্যায়ন পাচ্ছেন না। সেইসাথে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও ইতিহাস বিকৃতির ধুম্রজালে নতুন প্রজন্ম বিভ্রান্তির মধ্যে বেড়ে উঠছে। তাই স্বাধীনতার চেতনায় শোষনহীন, শিক্ষিত ও বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ ‘গণআন্দোলন’ গড়ে তোলার আহ্বান জানান বক্তরা।

সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন চারন সাস্কৃতিক কেন্দ্র’র সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত