সুনামগঞ্জ প্রতিনিধি

৩০ জানুয়ারি, ২০১৬ ১৫:৪৯

শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা শহীদদের প্রতি অবমাননা: সুনামগঞ্জে নুর

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা শহীদদের প্রতি অবমাননা। যারা বাংলার মাটিতে রাজনীতি করতে চান, দেশের মানুষকে নিয়ে রাজনীতি করতে চান বা যারা দাবি করছেন বাংলাদেশের জন্য রাজনীতি করছেন, তাদের কে মুক্তিযুদ্ধ, জাতির পিতা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধদের প্রতি সম্মান রেখেই রাজনীতি করতে হবে। যারা এই সম্মান করতে পারবেন না তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরের স্টেডিয়াম সংলগ্ন নব নির্মিত জেলা শিল্পকলা একাডেমির ভবন উদ্বোধনের সময় স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরে মন্ত্রী শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসকক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচলা সভায় বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রি এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ সদর আসনের সাংসদ এড. পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ- মৌলভীবাজার সংরক্ষিত আসনের সাংসদ এড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আকতারী মমতাজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, পুলিশ সুপার হারুন অর রশিদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত